সিলেটের মজুমদারীস্হ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নতুন আহবায়ক কমিটি গঠন

- আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
সিলেটের মজুমদারীস্হ ঐতিহাসিকবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার রাত ৮ টায় মজুমদারী বিমান অফিস সংলগ্ন ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেলো মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী, খাসদবীরের একাংশ নিয়ে গঠিত ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার (রেজি. নং:২৩৩/৯১) এক বিশেষ সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মিসবাহ এবং ডা: মো: আব্দুল হাফিজ শাফীর পরিচালনায় আড়ম্বরপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকায় অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট লিমিটেড এর জেলা ব্যবস্থাপক জনাব শাহনেওয়াজ মজুমদার।
বিশিষ্ট মুরব্বী সৈয়দ মনোজ্জির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার শেষ পর্যায়ে ক্লাবের কার্যক্রমে গতিশীলতা আনার জন্য নতুন একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন যথাক্রমে
আহবায়ক- মফিজুর রহমান বারেক; যুগ্ন আহবায়ক- আব্দুল হাফিজ খান শামীম, আব্দুর রউফ সাহাগীর আহমেদ,আনোয়ার হোসেইন আনার, লুৎফুর রহমান খান মোসাদ্দিক, মিনার হোসেন মিনার, আনোয়ার হোসেন মিসবাহ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দুল আজিম খান মাসুম,
সদস্য সচিব-মহিবুর রহমান রানা ;
সিনিয়র সদস্য -রাহাত খান রাছি; সদস্য- সদরুল ইসলাম, সৈয়দ জাকির হোসেন, আমান খান কয়েছ, মুরাদ খান নাহিদ, সৈয়দ শহিদ হুসেন সাবু, মিজান আহমেদ, নূর উদ্দিন খান হাসান, আহমেদ মুছা, মো: মুসা, ডা: মো: আব্দুল হাফিজ শাফি, আহমেদ সাদ রিজভী, হোসেন খান ইমাদ এবং আরশাদ নাজির খান রাকিম।