শিরোনাম ::
সিলেটের ঝর্ণারপার এলাকার ড্রেনের পাশ থেকে এক নবজাতক শিশু উদ্বার
আহমদ নাহিদ
- আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
সিলেটের ঝর্ণারপার এলাকার মন্দিরের গলির ড্রেনের পাশের একটি নির্মাণাধীন টিনশেট বাসার খালি জায়গা থেকে এক নবজাতক শিশু (মেয়ে) উদ্বার করা হয়েছে।
সরজমিন জানা যায়, আজ সকাল আনুমানিক ৯ টায় সিলেট ১৮নং ওয়ার্ডের ঝর্নারপারের এলাকার মন্দিরের গলির ড্রেনের পাশের একটি নির্মাণাধীন টিনশেট বাসার খালি জায়গা থেকে বস্তাবন্ধি অবস্হায় একটি মেয়ে শিশু জীবিত অবস্হায় উদ্বার করা হয়েছে। উদ্বারের পর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও এলাকাবাসীর উপস্হিতিতে শিশু বাচ্চাটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার বাসিন্দা সালাম আহমদ আমাদের প্রতিনিধিকে জানান, শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। আমাদের কাউন্সিলর বলেছেন শিশুটির চিকিৎসা চলুক, এরমধ্যে পরিচয় খুঁজে বের করা হবে। প্রয়োজনে আইনের আশ্রয় নেয়া হবে।
তিনি আরও জানান, এই ন্যাক্কারজনক কান্ড যেই করুক তা নিন্দনীয়।