সাংবাদিক আজমল আলীর মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- আপডেট সময় : ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বাংলাভিশন সিলেট অফিসের ক্যামেরা পার্সন ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার সাংবাদিক মো: আজমল আলীর মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
সাংবাদিক মো: আজমল আলীর মাতা দুলভী বেগম সোমবার (২১ অক্টোবর) শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২ অক্টোবর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার সাংবাদিক মো: আজমল আলীর মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে জানাযার নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
















