শিরোনাম ::
সংশোধনী বিজ্ঞপ্তি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
মো: গালিব পিতা মো: তাহের আলী মাতা: রোকেয়া পারভিন। তার এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট এ মায়ের ইংরেজি নামে ভুলবশতঃ Rokeya Parvin এর স্হলে Rukeya Parvin লিখা হয়েছে। যা সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি। নিম্নে বিবরণী দেয়া হলো:
সিলেট বোর্ডের অধীনে এসএসসি রোল নং ১০৯১৭৪ পাশের সাল ২০২১ এইচএসসি রোল নং ১০০৪৮৫ পাশের সাল ২০২৩, রেজিষ্ট্রেশন নং ১৮১৬২২৫৩৩০ পরীক্ষার মূল সনদে ভুলবশত আমার মাতার নাম রোকেয়া পারভিন ( RUKEYA PARVIN) লিপিবদ্ধ হয়েছে। যা প্রকৃতপক্ষে রোকেয়া পারভিন ( ROKEYA PARVIN) হবে। গত ১৮ মে ২০২৫ তারিখে ৫নং এফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হয়েছে।