মোহাম্মদ আলী উরফে নিশা’র হত্যাকান্ডের মূল আসামিসহ ৪ জন গ্রেফতার; ছুরি উদ্ধার
- আপডেট সময় : ০২:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
সিলেটের চালিবন্দরে সংঘটিত মোহাম্মদ আলী উরফে নিশা (১৭)’র হত্যাকান্ডের মূল আসামিসহ ৪ জন গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহারকৃত ছুরি উদ্ধার সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম উদ্ধার করেছে।
মিডিয়া সূত্রে জানা যায়, গত ৩ মে বিকাল অনুমান ৫.৪০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানার চালিবন্দর টু মেন্দিবাগ রোডস্থ জামিল এসি কর্ণার এন্ড অটো ইলেকট্রিকের সামনে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী উরফে নিশা (১৭) এর পথরোধ ফরহাদ মিয়া (২০) সহ অপরাপর দূষ্কৃতিকারী এলোপাথারি মারপিট এবং ধারালো চাকু দ্বারা গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর উপস্থিত লোকজন ভিকটিম মোহাম্মদ আলী উরফে নিশা (১৭)’কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
সূত্র আরও জানায়, পরবর্তীতে এই ঘটনায় ভিকটিম মোহাম্মদ আলী @ নিশা (১৭) এর মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ঘাতক ফরহাদ মিয়া (২০) সহ আরো ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৩, তারিখ-০৪/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/ ৩০২/৩৪ পেনাল কোড রুজু করতঃ মামলার তদন্তভার এসআই(নিঃ)/কাজী রিপন সরকার এর উপর অর্পন করা হয়। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার এর দিকনির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, সিলেটের নেতৃত্বে টিম কোতোয়ালী অভিযান চালিয়ে মূল হোতা ফরহাদ মিয়া (২০) সহ নূরনবী @ নুনু (১৯), সাকিব আহমদ (১৯), রাহিম আহমদ (১৯)দেরকে গত ৪ মে রাত অনুমান সোয়া ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দত্তগ্রাম এলাকা হতে গ্রেফতার করা হয়।
এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, ঘাতক ফরহাদ মিয়া (২০) এর দেওয়া তথ্য মতে গতকাল ৫ মে দুপুর দেড়টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দরস্থ ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজন এর গ্যারেজের পিছনে ময়লা ফেলার স্থান হতে ঘাতক ফরহাদ (২০) এর সনাক্ত মতে ঘটনায় ব্যবহৃত ১টি ধারালো চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি আরও জানান, এরা সবাই বর্তমানে ছড়ারপাড়ে থাকে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।