বেগম জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অব্যাহত
- আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মহানগর বিএনপির সমাপনী দিনে নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৮নং ওয়ার্ড :
গতকাল বৃহস্পতিবার বাদ এশা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাস ভবনে ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম নাজিম উদ্দীন কাশেমী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী, ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ফয়ছল আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, ব্যারিস্টার রিয়াসদ আজিম হক আদনান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, খালেদুর রশিদ ঝলক, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকি, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, ফাহিমা কুমকুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, মতিউর রহমান শিমুল প্রমুখ।
৩৬ নং ওয়ার্ড :
বালুচরের বায়তুল জান্নাত জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মাহবুব রব চৌধুরী ফয়সল, মতিউল বারী খুর্শেদ, কাজী মুহিবুর রহমান, আব্দুল মুনিম, সেলিম আহমদ শেলু, আল মামুন খান, সিরাজুল ইসলাম, অধ্যাপক মইন উদ্দিন আহমদ, তোফাজ্জল হোসেন, মোঃ জমির উদ্দিন, খবির আহমদ নুন, শহীদ আহমদ, ফয়েজ আহমদ, রুকনুজ্জামান রোকন, আব্দুস সালাম, লাহিনা আহমদ চৌধুরী, আব্দুস শুক্কুর, বাবুল আহমেদ বাবু, ইউনুস আলী, আব্দুর রহিম, আব্দুল আলিম, মোখলেস মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
এদিকে কুচাই মাদ্রাসায় ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মোর্শেদ আহমদ মুকুল, বজলুর রহমান বজুল, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, জামাল আহমদ, সুহেল আহমদ, আসাদ মিয়া রুকন, হোসেন মাহমুদ, বাবর আহমদ প্রমুখ।