শিরোনাম ::
বাজার ব্যবস্থাপনায় শূন্যস্থান পূরণ হয়েছে মাত্র, চাঁদাবাজি বন্ধ হয়নি: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় শূন্যস্থান পূরণ হয়েছে।
সোমবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে ইউএনডিপির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা।
ব্রিফিংকালে তিনি বলেন, এসকল চাঁদাবাজি অন্তর্বর্তী সরকার কঠোরভাবে দমন করবে। এর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের সাথে কাজ করবে উন্নয়ন ও দাতা সংস্থা ইউএনডিপি। তারা অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে সরকারকে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ইউএনডিপির সাথে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে এই সরকারের সাথে কাজ করবে তারা।