ফুল দিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করে নিল প্রাক্তন শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৭:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পঞ্চম অধ্যক্ষ হলেন ড. মো: দিদার চৌধুরী। নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে ও কেক কেটে বরণ করে নিল সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (১৩ নবেম্বর) সকালে অধ্যক্ষ ড.মো: দিদার চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
অধ্যক্ষ ড.মো: দিদার চৌধুরী সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পঞ্চম অধ্যক্ষ হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।
এরআগে অধ্যক্ষ ড.মো: দিদার চৌধুরী সহযোগী অধ্যাপক হিসেবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সিলেট কর্মরত ছিলেন।
দীর্ঘ ২ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার দায়িত্ব পালন করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত থেকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ ড.মো: দিদার চৌধুরী বলেন, কলেজের সার্বিক কাঠামোগত উন্নয়ন ও সংস্কারের কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, এ ছাড়া প্রতিষ্ঠানিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিবেন জানান তিনি।