নাটাব’র সিলেট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) নগরীর পুরানলেনস্থ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভা সঞ্চালনা করেন নাটাব এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অমরেন্দ্র শংকর দেব রায় প্রদীপ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আখতার হোসেন খান এডভোকেট। সমিতির প্রয়াত জীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন জুবায়ের আহমদ চৌধুরী। সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও নতুন বছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ প্রিয়ব্রত রায়।
সাধারণ সম্পাদক প্রতিবেদন উপস্থাপন করেন অমরেন্দ্র শংকর দেব রায় প্রদীপ। সভার ২য় পর্বে ২০২৪-২৫ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান মো: ইরফানুজ্জামান চৌধুরী এডভোকেট ও সদস্য নিতু কান্ত দাস এডভোকেট এবং অলক শ্যাম। নির্বাচন কমিশনের পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন সদস্য নিতু কান্ত দাস এডভোকেট।
এতে সভাপতি হিসেবে মুফতি মোহাম্মদ হাসান, সহ-সভাপতি হিসেবে আরশ আলী বারএটলো, আখতারর হোসেন খান এডভোকেট, জামিল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক অমরেন্দ্র শংকর দেব রায় প্রদীপ, কোষাধ্যক্ষ হিসেবে জুবায়ের আহমদ চৌধুরী নির্বাচিত হন।
নব-নির্বাচিত সভাপতি তার বক্তব্যে সিলেট অঞ্চলে অবহেলিত যক্ষ্মা রোগীদের সেবায় নাটাবের অতীত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং যক্ষ্মা রোগীদের সেবায় গড়ে উঠা এই সংগঠনের ৭৭ বৎসর যাবত যারা আত্মনিয়োগ করেছেন এবং বর্তমানে যারা যক্ষ্মা রোগীদের সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেটবাসীর জন্য সুন্দর ভবিষ্যতে বিনির্মাণে আরো আত্মানিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।