বালাগন্জ উপজেলা পরিষদ নির্বাচন - ২০২৪
দিনা রহমান’কে নিয়ে স্বপ্ন দেখছেন বালাগঞ্জের নারী সমাজ
- আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
ইতিমধ্যে সারাদেশের উপরজেলা নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক ঠাক থাকলে এবারের উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ১৮ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহনের কথা রয়েছে। নির্বাচনে সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। প্রাচীন উপজেলা বালাগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থীরা। ইতিমধ্যে তারা ভোটারদের দ্বারে দারে ঘুরছেন, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি, কাছে টেনে নিচ্ছেন ভোটারদের।
বালাগঞ্জ উপজেলায় সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ রাজনীতিবীদ সুলতানা রহমান দিনা (দিনা রহমান)। তিনি সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদকের দায়িত্বপালন করছেন।
রাজনীতির পাশাপাশী সমাজকর্মী হিসেবে আর্থ সামাজিক উন্নয়নেও তিনি অতিথে ভূমিকা রাখছেন। ছাত্রজীবন থেকেই তিনি নিপীড়িত তৃণমূল সাধারণ জনগোষ্ঠীর মাঝে কাজ করছেন। করোনা, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ সহ সংকটকালে এবং দুঃসময়ে ও সুসময়ে সমান্তরালভাবে কাজ করে গেছেন তিনি। এখন তাকে নিয়েই স্বপ্ন দেখছেন উপজেলার নারী ভোটাররা।
বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের নারী ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হওয়ার পর বিগত প্রায় ৫ বছরের মধ্যে আর কোন ভোটারের কাছে যাননি। এই উপজেলার নারী ভোটাররা তাদের বিভিন্ন প্রয়োজনেও যোগাযোগ করতে পারেননি বর্তমান জনপ্রতিনিধির সাথে।
অন্যদিকে, ভিন্ন চিত্র নিয়ে দীর্ঘদিন থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল চষে বেড়িয়েছেন তরুণ প্রজন্মের রাজনীতিবীদ সুলতানা রহমান দিনা। এসব এলাকার নারীরাও তাকে বুকে জড়িয়ে নিয়েছেন আপন সন্তানের মতো। তিনি সাধ্য মতো নিজের সর্বোচ্ছ শক্তি দিয়ে নারীদের সুখে দুঃখে পাশে দাড়িয়েছেন। এজন্য উপজেলার দলমত নির্বিশেষে তৃণমূলের নারীরাই তাকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য উদ্বুদ্ধ করছেন।
পূর্ব গৌরিপুর ইউনিয়নের দনারাম এলাকার হাসিনা বেগম বলেন, বিগত দিনের দিনা আপা আমাদের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন, আমরা এবার তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করতে চাইছি।
বালাগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামেন হাফিজা আক্তার বলেন, আমরা এবারের নির্বাচনে দিনা আপাকে প্রার্থী করছি। সুস্থ নির্বাচন হলে আমাদের বিজয় সুনিশ্চিত।
তবে সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, বালাগঞ্জ উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আমি নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। এই উপজেলার সাধারণ মানুষ আমাকে নিজেদের সন্তান ও বোনের মতো আপন করে নিয়েছেন। ভোটাররা আমার ডাকে সাড়া দিচ্ছেন। আমি যেহেতু বিএনপির কর্মী, তাই আমার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা না করার বিষয়ে দল চুড়ান্ত নেবে। আমার দল (বিএনপি) যদি নির্বাচনে অংশগ্রহন করে তবে অবশ্যই আমি প্রতিদ্বন্ধিতা করব। অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, তরুণ রাজনীতিবীদ সুলতানা রহমান দিনা বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাবার রাজনৈতিক কর্মযজ্ঞ তাকে রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন। সমাজের কল্যাণমূলক কাজ থেকে শুরু করে দুস্থ, অসহায়, গরিব ও অসুস্থ মানুষদের পাশে দাড়িঁয়ে তিনি সমাজে বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে করোনাকালে অসহায় দুস্থ মানুষের ভরসাস্থল ছিলেন তিনি। এমন কর্মতৎপরতা অল্পসময়েই তিনি উপজেলাবাসীর কাছে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।