ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সদের সাথে পুলিশ কমিশনারের ব্রিফিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
`ট্রাফিক আইন মানবো, নিরাপদ সড়ক গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সদের সাথে নব-যোগদানকৃত মান্যবর পুলিশ কমিশনার এর ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস এর সঞ্চালনায় এসএমপি‘র ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সদের সাথে এসএমপি‘র পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা এর ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।
পুলিশ কমিশনার উনার বক্তব্যে সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান। তাছাড়া তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সকলকে সতর্ক করেন।
তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এসএমপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে এডিসি
মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্যটি প্রেস মিডিয়াকে নিশ্চিত করেছেন।