আগামী ২০ শে জানুয়ারী, রোজ শনিবার
ঝেরঝেরীপাড়া দারুল হাদিস টাইটেল মাদরাসা সিলেট’র বার্ষিকী ওয়াজ ও পাগড়ী বিতরণ

- আপডেট সময় : ০৭:১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৪০৭ বার পড়া হয়েছে
সিলেটের সুনামধন্য ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস (টাইটেল মাদরাসা) সিলেট’র বার্ষিকী ওয়াজ মাহফিল ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান আগামী ২০ জানুয়ারী ‘২০২৪ শনিবার বাদ যোহর হতে মধ্যরাত পর্যন্ত স্হানীয় এভারগ্রীন ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন আওলাদে রাসূল (সা.) সায়্যিদ হাসান আসজাদ মাদানী সাহেব দা:বা: দেওবন্দ, ভারত। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ওলি ইবনে ওলি আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক সাহেব, পীর সাহেব, বরুনা।
সম্মানিত মেহমান হিসেবে বয়ান পেশ করবেন কৌড়িয়া মাদ্রাসা সিলেটের মুহতামিম হাফিজ মাওলানা মুহসিন আহমদ সাহেব; খানকায়ে আমিনীয়ার পীর সাহেব হযরত মাওলানা শায়খ ফারুক আহমদ সাহেব, ধনকান্দি মাদ্রাসা সিলেটের মুহতামিম হযরত মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব; ঢাকা থেকে আগত মুফতী সাখাওয়াত হোসাইন রাজী সাহেব; ঝেরঝেরীপাড়া মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী মোশাহিদ কাসেমী সাহেব।
সিলেটের ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস (টাইটেল মাদরাসা) সিলেট’র প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সোয়াইব জানান, উল্লেখিত মেহমান ছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরামরা নসিহত করবেন। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি।