শিরোনাম ::
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্মদিনে সিলেটে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের জন্ম দিনে গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব হযরত শাহজালাল র: মাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে মাজারে শিরনী বিতরণ করা হয়।
এসময় গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, মহানগর শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ, শ্রমিক অধিকার পরিষদ এর জেলা সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর যুব পরিষদের মোঃ সাগর, সাখাওয়াত হোসেন, নাঈম মিয়া প্রমুখ।