ঈদের দিনেও ফিলিস্তিনে ই*সরায়েলের ব*র্বর হা*মলা; ২০ জন নি*হত

- আপডেট সময় : ০৯:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়েছে দ*খলদার ই*সরায়েলি বাহিনী।
রোববারের (৩০ মার্চ) হামলায় গাজায় অন্তত ২০ ফিলিস্তিনি নি*হত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, গাজায় ই*সরায়েলি সামরিক হামলায় এ পর্যন্ত ২০ জনের মৃ*ত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত পাঁচ শিশুও রয়েছে। আল-মাওয়াসিতে বিমান হা*মলায় নিহত তিন তরুণীকে ঈদের দিন নতুন পোশাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। আল জাজিরার সানাদ যাচাইকরণ ইউনিট ওই ফুটেজ যাচাই করেছে।
এদিকে খান ইউনিসের একটি ক্যাম্পে ই*সরায়েলি হা*মলায় অন্তত দুইজন নি*হত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
ওয়াফা নিউজ এজেন্সি বলছে, রাফাহ-এর কাছে অ্যাশ-শাওকা শহরে এক বাড়িতে হা*মলায় আরও একজন ফিলিস্তিনি নি*হত হয়েছে। এর ফলে গত ১৮ মার্চ হা*মাসের সাথে যুদ্ধবিরতি ভঙ্গ করে ই*সরায়েলের চলা ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৯২৩ জনের বেশি ফিলিস্তিনি নি*হত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। ঐতিহ্যগতভাবে মুসলিমদের আনন্দ উদযাপনের দিনে উপত্যকায় ভিন্ন চিত্র দেখা গেছে। গাজায় বোমা বিস্ফোরণ, কামানের গোলার শব্দের মাঝে ফিলিস্তিনিদের বেঁচে থাকার আর্তনাদ বিলীন হয়ে যাচ্ছে।
আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেন, আল-আকসা হাসপাতালের এক ম-র্গে আমি একজন ফিলিস্তিনি মাকে দেখেছি, যিনি বাবাকে বিদায় জানাতে নিজের মেয়েকে নিয়ে এসেছেন। ওই ব্যক্তি শনিবার ই*সরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।