আমিও ৭এপিবিএন’র একজন সদস্য- আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
- আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
`আমিও ৭এপিবিএন’র একজন সদস্য’- ৭আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট’র নবনির্মিত “ড্রিলশেড” উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
গতকাল ১০ জুন বিকাল ৩.৩০ ঘটিকায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটিইউ‘র ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, সহ বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পাশাপাশি সারা বছরের বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ বর্ষসেরা পুরস্কারও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, আমি এই ৭এপিবিএন’য়ে কাজ করেছি, তখন ৭এপিবিএন মহালছড়ি ছিল, সেই হিসাবে আমিও ৭এপিবিএন এর একজন সদস্য। ৭এপিবিএন একজন অতিরিক্ত পুলিশ সুপার ছাড়া আর কোন সিনিয়র অফিসার না থাকার পরেও শুধুমাত্র তাদের অধিনায়কের প্রতি সকল সদস্যদের শ্রদ্বা ও ভালবাসা থাকার কারনে এত সুন্দর অনুষ্ঠান করতে পেরেছে বলে আমি মনে করি। এজন্য ৭এপিবিএন এর অধিনায়ক এবং সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বার্ষিক ক্রীড়ার পাশাপাশি ভাল কাজ করার জন্য বিভিন্ন নামে যে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়েছে তা ৭এপিবিএন সদস্যদের পেশাদারিত্বের প্রমান বহন করে।
এর আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন।
সভাপতির বক্তব্যে ৭এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আইজিপি কে নিয়ে এএসআই পাবেল এর কথা ও সুরে ৭এপিবিএন এর সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করেন। ব্যাটালিয়ন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম ও উনার সহধর্মিণী ৭এপিবিএন শিল্পী গোষ্ঠীর সভানেত্রী ফারহানা ইসলাম মুক্তিসহ, শিল্পী গোষ্টির সদস্য ও দেশের বিখ্যাত শিল্পীগন গান পরিবেশন করেন। উপস্থিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, সারা বছর ব্যাপি সাংবাদিকদের সাথে সমন্বয় করে নিউজ প্রচার করা, অফিসিয়াল ফেইসবুক পেইজ পরিচালনা করা, একই সাথে মিডিয়া ও হিসাব শাখায় কাজ করার পাশাপাশি মানব পাচার মামলায় ভয়ংকর ৩ জন আসামী গ্রেফতার, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ, মোবাইল উদ্ধারসহ অন্যান্য পেশাদারিত্ব কাজের স্বীকৃতি স্বরুপ বর্ষসেরা পুরস্কার পান এএসআই পাবেল। ইতিপূর্বে নভেম্বর/২৩, জানুয়ারী/২৪ এবং মার্চ/ ২৪ খ্রিঃ মাসেও তিনি শ্রেষ্ট অফিসারের পুরস্কার পেয়েছিলেন।