শিরোনাম ::
আজ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় শনিবার (৮ ফেব্রুয়ারি) উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার লক্ষ্যে এক বিবৃতি দিয়েছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান বলেন, স্বেচ্ছাসেবক দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে আসন্ন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাকে সফল করতে হবে। কর্মী সভায় সিলেট মহানগরের আওতাধীন ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থেকে কর্মীসভা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।