শিরোনাম ::
হবিগঞ্জে ৭এপিবিএন’র অভিযানে ভারতীয় বিড়ি ও প্রাইভেট কারসহ ১জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
৭এপিবিএন এর অভিযানে ভারতীয় বিড়ি ও প্রাইভেট কারসহ ১জনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে অতিঃ পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এবং পুলিশ পরিদর্শক নিঃ মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে গতকাল ৪ জুন সকাল ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন জিয়াপুরে জনৈক মোঃ আলপু মিয়ার বাড়ীর সামনে অভিযান চালিয়ে ৯৩ হাজার শলাকা ভারতীয় বিড়ি এবং বিড়ি বহনকারী প্রাইভেটকারসহ আহাম্মদ আলী (৬০), পিতা-মৃত আজমান উল্লাহ, সাং-জিয়াপুর, থানা- নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
৭এপিবিএন এর মিডিয়া সূত্রে আরও জানা যায়, এসআই (নিঃ)/ মোঃ আবু সাঈদ ঘটনার বিষয়ে বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।