সুনামগঞ্জে আর্মড পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ ১টি পিকআপ আটক
- আপডেট সময় : ০৯:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সিলেটে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে ভারতীয় বিড়িসহ ১টি পিকআপ আটক করা হয়।
সূত্র জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলামপর নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর সার্বক তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে গতকাল ২০ মে সকাল ৬.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তায় অবৈধভাবে ভারত থেকে আসা বিপুল পরিমান নাসির উদ্দিন পাতার বিড়ি ডিআই টাটা পিকআপ গাড়ী থেকে ইঞ্জিন চালিত নৌকায় লোড করার সময় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আসামীগন প্রায় ২,১০,০০০ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি বোঝাই পিক আপ গাড়ী ফেলে পালিয়ে যায়। স্বাক্ষীদের সম্মুখে গাড়ীসহ ভারতীয় বিড়ি জব্দ করা হয়।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ হুমায়ূন কবির ঘটনার বিষয়ে বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় অজ্ঞান নামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।