সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে ভারতীয় বিড়িসহ একজন আটক

- আপডেট সময় : ১২:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ ১ জনকে আটক করা হয়েছে।
সূত্রে জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে অদ্য ২৪ এপ্রিল বিকাল ৩.৪৫ ঘটিকায় সিলেটের মোগলাবাজার থানাধীন খাদিপুরে আব্দুল মানিক মিয়ার বসত ঘরের পূর্ব দুয়ারী ওয়ালকরা টিন সেড ঘরে অভিযান চালিয়ে ১৬,৫০০ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ আব্দুল মানিক মিয়া (৪২) কে আটক করা হয়।
আটককৃত আঃ মানিক মিয়া (৪২), পিতা- মৃতঃ ইছহাক মিয়া , সাং- খাদিপুর, থানা- মোগলাবাজার , এসএমপি, সিলেট।
মিডিয়া সেল সূত্রে আরও জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে মোগলাবাজার থানায় এজাহার দায়ের করেছেন।