ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ জুন ২০২৫, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটবাসীকে নাহিদ আহমদ শুভেচ্ছা ধুমপান নিয়ন্ত্রণে জনসচেতনতা অপরিহার্য -ড. মুস্তাফিজুর রহমান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট তুলে দিলেন কয়েস লোদী সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হলেন ১৬ জন সাংবাদিক আওয়ামীলীগের ডিএনএ-তে গণতন্ত্র নাই – সালাউদ্দিন আহমদ বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান সংশোধনী বিজ্ঞপ্তি এবার শাহজালাল মাজারের ওরসে অসামাজিক ও অনৈসলামিক কাজ হবে না : এসএমপি কমিশনার বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পাভেল ও সাধারণ সম্পাদক রাব্বী নির্বাচিত কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৬ (ছয়) ডাকাত গ্রেফতারঃ

সিলেটে ১৩টি সাজা সহ ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

সিলেটে ১৩টি সাজা সহ মোট ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কতোয়ালি থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, য়ের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ অজয় শংকর চৌধুরী সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রাম এর পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে গতকাল ৫ জুলাই রাত অনুমান ১.০০ ঘটিকার সময় দীর্ঘদিন যাবৎ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০), পিতা- মৃত ডাঃ আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট এবং কোতোয়ালী সিআর-৭৪১/১৬ এর গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী নূরজাহান মুনতাশা (৪৫), স্বামী- ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে দায়রা-৮৮২/১৮, দায়রা-১৮০১/১৭, দায়রা-১৫৯৬/১৭, দায়রা-২০৯২/১৭, দায়রা-১৩৪/২২, দায়রা-২৬৫৮/১৭, দায়রা-১০৮৬/১৬, দায়রা-৬১/১৮, দায়রা-১৭৪৯/১৭, দায়রা-৪৮/১৮, দায়রা-৬৫/১৮, কোতোয়ালী সিআর-৯১৬/১৮, দায়রা-৪৭/১৮, ১৩টি সাজা পরোয়ানা এবং শাহপরাণ সিআর-১৯/১৭, বিদ্যুৎ সিআর-৪৩৮/২১, কোতোয়ালী সিআর-৬০৭/১৮, কোতোয়ালী সিআর-৫৮৪/১৮, কোতোয়ালী সিআর-৭২৯/১৭, কোতোয়ালী সিআর-৯১৫/১৮, সিআর-১০২৪/১৫, কোতোয়ালী জিআর-২০৯/১৬, সদর সিআর-৬৩৪/১৬, সদর সিআর-৪৮৮/১৬, সিআর-৭৪৯/১৬, সদর সিআর-৪৮৯/১৬, জালালাবাদ সিআর-১২৮/১৬, জৈন্তাপুর সিআর-১১/২৩, কোতোয়ালী সিআর-৫৫৫/১৮, কোতোয়ালী সিআর-৭২৮/১৭, বিদ্যুৎ সিআর-৫৭৭/২২ সহ সর্বমোট ৩০টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।

সূত্রে আরও জানা যায়, ধৃত আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ১৩টি সাজা সহ ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

সিলেটে ১৩টি সাজা সহ মোট ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কতোয়ালি থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, য়ের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ অজয় শংকর চৌধুরী সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রাম এর পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে গতকাল ৫ জুলাই রাত অনুমান ১.০০ ঘটিকার সময় দীর্ঘদিন যাবৎ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০), পিতা- মৃত ডাঃ আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট এবং কোতোয়ালী সিআর-৭৪১/১৬ এর গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী নূরজাহান মুনতাশা (৪৫), স্বামী- ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে দায়রা-৮৮২/১৮, দায়রা-১৮০১/১৭, দায়রা-১৫৯৬/১৭, দায়রা-২০৯২/১৭, দায়রা-১৩৪/২২, দায়রা-২৬৫৮/১৭, দায়রা-১০৮৬/১৬, দায়রা-৬১/১৮, দায়রা-১৭৪৯/১৭, দায়রা-৪৮/১৮, দায়রা-৬৫/১৮, কোতোয়ালী সিআর-৯১৬/১৮, দায়রা-৪৭/১৮, ১৩টি সাজা পরোয়ানা এবং শাহপরাণ সিআর-১৯/১৭, বিদ্যুৎ সিআর-৪৩৮/২১, কোতোয়ালী সিআর-৬০৭/১৮, কোতোয়ালী সিআর-৫৮৪/১৮, কোতোয়ালী সিআর-৭২৯/১৭, কোতোয়ালী সিআর-৯১৫/১৮, সিআর-১০২৪/১৫, কোতোয়ালী জিআর-২০৯/১৬, সদর সিআর-৬৩৪/১৬, সদর সিআর-৪৮৮/১৬, সিআর-৭৪৯/১৬, সদর সিআর-৪৮৯/১৬, জালালাবাদ সিআর-১২৮/১৬, জৈন্তাপুর সিআর-১১/২৩, কোতোয়ালী সিআর-৫৫৫/১৮, কোতোয়ালী সিআর-৭২৮/১৭, বিদ্যুৎ সিআর-৫৭৭/২২ সহ সর্বমোট ৩০টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।

সূত্রে আরও জানা যায়, ধৃত আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।