ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না-পার্বত্য উপদেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে ব্যবসায়ীরা এলজিইডিই হচ্ছে গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর: স্থানীয় সরকার উপদেষ্টা বাজার ব্যবস্থাপনায় শূন্যস্থান পূরণ হয়েছে মাত্র, চাঁদাবাজি বন্ধ হয়নি: বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী তরুণদের এগিয়ে আসতে হবে- সৈয়দ তৌফিকুল হাদী সিলেটের পাথর কোয়ারী সমুহ খোলে দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন

সিলেটে ১৩টি সাজা সহ ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে

সিলেটে ১৩টি সাজা সহ মোট ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কতোয়ালি থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, য়ের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ অজয় শংকর চৌধুরী সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রাম এর পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে গতকাল ৫ জুলাই রাত অনুমান ১.০০ ঘটিকার সময় দীর্ঘদিন যাবৎ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০), পিতা- মৃত ডাঃ আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট এবং কোতোয়ালী সিআর-৭৪১/১৬ এর গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী নূরজাহান মুনতাশা (৪৫), স্বামী- ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে দায়রা-৮৮২/১৮, দায়রা-১৮০১/১৭, দায়রা-১৫৯৬/১৭, দায়রা-২০৯২/১৭, দায়রা-১৩৪/২২, দায়রা-২৬৫৮/১৭, দায়রা-১০৮৬/১৬, দায়রা-৬১/১৮, দায়রা-১৭৪৯/১৭, দায়রা-৪৮/১৮, দায়রা-৬৫/১৮, কোতোয়ালী সিআর-৯১৬/১৮, দায়রা-৪৭/১৮, ১৩টি সাজা পরোয়ানা এবং শাহপরাণ সিআর-১৯/১৭, বিদ্যুৎ সিআর-৪৩৮/২১, কোতোয়ালী সিআর-৬০৭/১৮, কোতোয়ালী সিআর-৫৮৪/১৮, কোতোয়ালী সিআর-৭২৯/১৭, কোতোয়ালী সিআর-৯১৫/১৮, সিআর-১০২৪/১৫, কোতোয়ালী জিআর-২০৯/১৬, সদর সিআর-৬৩৪/১৬, সদর সিআর-৪৮৮/১৬, সিআর-৭৪৯/১৬, সদর সিআর-৪৮৯/১৬, জালালাবাদ সিআর-১২৮/১৬, জৈন্তাপুর সিআর-১১/২৩, কোতোয়ালী সিআর-৫৫৫/১৮, কোতোয়ালী সিআর-৭২৮/১৭, বিদ্যুৎ সিআর-৫৭৭/২২ সহ সর্বমোট ৩০টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।

সূত্রে আরও জানা যায়, ধৃত আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ১৩টি সাজা সহ ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

সিলেটে ১৩টি সাজা সহ মোট ৩১টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামী গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কতোয়ালি থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, য়ের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ অজয় শংকর চৌধুরী সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রাম এর পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে গতকাল ৫ জুলাই রাত অনুমান ১.০০ ঘটিকার সময় দীর্ঘদিন যাবৎ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০), পিতা- মৃত ডাঃ আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট এবং কোতোয়ালী সিআর-৭৪১/১৬ এর গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী নূরজাহান মুনতাশা (৪৫), স্বামী- ডাঃ মোঃ রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া, সাং-বাসা নং-২৭ পলাশী, বড় ভূইয়া টাওয়ার, কাজী ইলিয়াছ জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে দায়রা-৮৮২/১৮, দায়রা-১৮০১/১৭, দায়রা-১৫৯৬/১৭, দায়রা-২০৯২/১৭, দায়রা-১৩৪/২২, দায়রা-২৬৫৮/১৭, দায়রা-১০৮৬/১৬, দায়রা-৬১/১৮, দায়রা-১৭৪৯/১৭, দায়রা-৪৮/১৮, দায়রা-৬৫/১৮, কোতোয়ালী সিআর-৯১৬/১৮, দায়রা-৪৭/১৮, ১৩টি সাজা পরোয়ানা এবং শাহপরাণ সিআর-১৯/১৭, বিদ্যুৎ সিআর-৪৩৮/২১, কোতোয়ালী সিআর-৬০৭/১৮, কোতোয়ালী সিআর-৫৮৪/১৮, কোতোয়ালী সিআর-৭২৯/১৭, কোতোয়ালী সিআর-৯১৫/১৮, সিআর-১০২৪/১৫, কোতোয়ালী জিআর-২০৯/১৬, সদর সিআর-৬৩৪/১৬, সদর সিআর-৪৮৮/১৬, সিআর-৭৪৯/১৬, সদর সিআর-৪৮৯/১৬, জালালাবাদ সিআর-১২৮/১৬, জৈন্তাপুর সিআর-১১/২৩, কোতোয়ালী সিআর-৫৫৫/১৮, কোতোয়ালী সিআর-৭২৮/১৭, বিদ্যুৎ সিআর-৫৭৭/২২ সহ সর্বমোট ৩০টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।

সূত্রে আরও জানা যায়, ধৃত আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।