ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত গণতন্ত্র দিবসের কর্মসূচি সফলের লক্ষ্যে মহানগর বিএনপির মতবিনিময় সভা ভারতে অরাজকতা চরম;দুই সেনা কর্মকর্তাকে বেধড়ক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণ যে কথা যায় না বলা শুধু বুঝা যায় লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না-পার্বত্য উপদেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে ব্যবসায়ীরা

সিলেটে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন জুয়ারী গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৪:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে

সিলেটে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ২২ এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম (টিম-২) গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান (স্টেডিয়াম সংলগ্ন) এলাকায় শেখ সুমন @ বাটার সুমন এর ঘরের পিছনে ফাকা কক্ষে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে খেলার সামগ্রীসহ ১০ জনকে আটক করে।

মিডিয়া সেল সূত্রে প্রাপ্ত আসামীদের দেয়ী হলো: ১| মো: শফিকুল (৩৪), পিতা: মো: চাল মিয়া, সাং-বাবনী (বোয়াজান), থানা: কলমাকান্দা, জেলা: নেত্রোকোনা, বর্তমান: সাহেদ আলীর কলোনী, গোয়াইপাড়া, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ২। আলী হোসেন (২৭), পিতা: কালা মিয়া, সাং- জালালপুর, থানা: বালাগঞ্জ, জেলা: সিলেট, বর্তমান: কান্দিরপথ, সাহেবার বাজার, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৩। খুরশেদ আলম (৫০), পিতা: আইয়ুব আলী, সাং- দিগন্ত ২৯, রায় হোসেন, ইলেক্ট্রিক সাল্পাই, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৪। ফয়জুদ্দিন (৫৫), পিতা: মৃত আব্দুল আজিজ, সাং- আমরপুর, থানা: কানাইঘাট, জেলা: সিলেট, বর্তমান: মল্লিকা ২৪, গোয়াইপাড়া, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৫। সাইফুল (৫৫), পিতা: রায়েজ, সাং- পুর্ব ভাটিপাড়া, থানা: দিরাই, জেলা: সুনামগঞ্জ, বর্তমান: শাহীনের কলোনী, বাদামবাগিচা, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৬। আব্দুর শহীদ (৪০), পিতা: মৃত নজির আলী, সাং- সাদপুর, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ, বর্তমান- রাজা মিয়ার কলোনী, ০১ নং গলি, বাদামবাগিচা, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৭। সেলিম আহমদ (৩৮), পিতা: খলিল মিয়া, সাং- টিলাগর ইকো পার্ক, থানা: শাহপরান (রহ:), জেলা: সিলেট, ৮। আব্দুল গফফার (৩২), পিতা: মৃত হোসেন আলী, সাং- দৌল্লা, থানা: দিরাই, জেলা: সুনামগঞ্জ, বর্তমান: মানিকের বাসা, খাসদবীর, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৯। সারোয়ার শেখ (৪৫), পিতা: মৃত আকুব্বা শেখ, সাং- সিতাইকুন্ড, থানা: কোটালীপাড়া, জেলা: গোপালগঞ্জ, বর্তমান: ৩২/১, ০১ নং গলি, চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ১০। মাসুম আহমদ (৩০), পিতা: মকবুল মিয়া, সাং- ৩৯, কলবাখানী আ/এ, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, তাদের গ্রেফতার করে এসএমপি এয়ারপোর্ট থানার নন এফআইআর নং-৪০ তারিখ-২৩/০৪/ ২০২৪খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারায় মামলা রুজু করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন জুয়ারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সিলেটে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ২২ এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম (টিম-২) গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান (স্টেডিয়াম সংলগ্ন) এলাকায় শেখ সুমন @ বাটার সুমন এর ঘরের পিছনে ফাকা কক্ষে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে খেলার সামগ্রীসহ ১০ জনকে আটক করে।

মিডিয়া সেল সূত্রে প্রাপ্ত আসামীদের দেয়ী হলো: ১| মো: শফিকুল (৩৪), পিতা: মো: চাল মিয়া, সাং-বাবনী (বোয়াজান), থানা: কলমাকান্দা, জেলা: নেত্রোকোনা, বর্তমান: সাহেদ আলীর কলোনী, গোয়াইপাড়া, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ২। আলী হোসেন (২৭), পিতা: কালা মিয়া, সাং- জালালপুর, থানা: বালাগঞ্জ, জেলা: সিলেট, বর্তমান: কান্দিরপথ, সাহেবার বাজার, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৩। খুরশেদ আলম (৫০), পিতা: আইয়ুব আলী, সাং- দিগন্ত ২৯, রায় হোসেন, ইলেক্ট্রিক সাল্পাই, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৪। ফয়জুদ্দিন (৫৫), পিতা: মৃত আব্দুল আজিজ, সাং- আমরপুর, থানা: কানাইঘাট, জেলা: সিলেট, বর্তমান: মল্লিকা ২৪, গোয়াইপাড়া, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৫। সাইফুল (৫৫), পিতা: রায়েজ, সাং- পুর্ব ভাটিপাড়া, থানা: দিরাই, জেলা: সুনামগঞ্জ, বর্তমান: শাহীনের কলোনী, বাদামবাগিচা, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৬। আব্দুর শহীদ (৪০), পিতা: মৃত নজির আলী, সাং- সাদপুর, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ, বর্তমান- রাজা মিয়ার কলোনী, ০১ নং গলি, বাদামবাগিচা, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৭। সেলিম আহমদ (৩৮), পিতা: খলিল মিয়া, সাং- টিলাগর ইকো পার্ক, থানা: শাহপরান (রহ:), জেলা: সিলেট, ৮। আব্দুল গফফার (৩২), পিতা: মৃত হোসেন আলী, সাং- দৌল্লা, থানা: দিরাই, জেলা: সুনামগঞ্জ, বর্তমান: মানিকের বাসা, খাসদবীর, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ৯। সারোয়ার শেখ (৪৫), পিতা: মৃত আকুব্বা শেখ, সাং- সিতাইকুন্ড, থানা: কোটালীপাড়া, জেলা: গোপালগঞ্জ, বর্তমান: ৩২/১, ০১ নং গলি, চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ১০। মাসুম আহমদ (৩০), পিতা: মকবুল মিয়া, সাং- ৩৯, কলবাখানী আ/এ, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, তাদের গ্রেফতার করে এসএমপি এয়ারপোর্ট থানার নন এফআইআর নং-৪০ তারিখ-২৩/০৪/ ২০২৪খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারায় মামলা রুজু করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।