সিলেটে ডিবি পরিচয়ে ছিনতাই করা মহিষ সহ ট্রাক উদ্ধার ও ৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের একটি টিম ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করা ৮টি মহিষ সহ ১টি ট্রাক উদ্ধার ও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গত ১লা জুন জৈন্তাপুর হরিপুর বাজার থেকে টাঙ্গাইল দামপাড়ার জনৈক হারুন (৩৩) ৮টি মহিষ ক্রয় করে টাঙ্গাইল পৌঁছে দেওয়ার জন্য ঢাকা মেট্রো-ড ১২-২৬৫৫ একটি ট্রাক ভাড়া করে ঐদিন দুপুর অনুমান ৩:২০ ঘটিকার সময় জৈন্তাপুর হরিপুর বাজার থেকে রওয়ানা করে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন শ্রীরামপুর থেকে প্যারাইচকগামী বাইপাস রাস্তায় পৌঁছামাত্র ঢাকা মেট্রো-ঘ ১৪-৬৮৪১ রেজি: নাম্বার লিখিত একটি সাদা রংয়ের নোহা গাড়ির সামনে পুলিশ কার্ড লাগানো পথরোধ করে। ৮ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের চারদিকে ঘিরে ফেলে এবং তাদের মধ্যে থেকে আজিজ নামে একজন লোক ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক ট্রাকের ড্রাইভারের নিকট হতে ট্রাকের কাগজপত্র এবং মহিষের মালিকানা সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে ০৬ জন ছিনতাইকারী ড্রাইভার এবং তাহার হেল্পারকে জোরপূর্বক নোহা গাড়ীতে তুলে জিম্মি করে এবং অপর ০২ জন ছিনতাইকারী যথাক্রমে আজিজ এবং ফারুক মহিষসহ ট্রাকটি ছিনতাই করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দিকে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে দ্রুততার সহিত এসআই(নিঃ)/ মুকুল আহমদ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় মোগলাবাজারের শিববাড়িস্থ প্রগতি সিএনজি পাম্প এর পাশে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোড হতে ৩ জন ছিনতাইকারী মোঃ মহিউদ্দিন (৪২), সাং- ইসমাইল হাজীর বাড়ি, ইছানগর, ডাকঘর- আজিমপাড়া, থানা- কর্ণফুলী, জেলা -চট্টগ্রাম, মোঃ তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪), সাং-দক্ষিণ শ্রীপুর, থানা- রামু, জেলা-কক্সবাজার, বর্তমান সাং-ইছানগর, বিএফডিসি মুখের পাশে, জসিমের বাড়ির ভাড়াটিয়া, থানা- কর্ণফুলী, জেলা -চট্টগ্রাম, মোঃ গোলাম মোস্তফা রুবেল (২৮), সাং-বাসিয়াপাড়া, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-ভাতালিয়া মসজিদের পাশে, নাসিরের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা -সিলেট, সহ ছিনতাইকাজে ব্যবহৃত নোহা গাড়ীটি আটক করে এবং গাড়ীতে থাকা অপর ৩ জন ছিনতাইকারী পালিয়ে যায়। অন্যদিকে মহিষসহ ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বইটিকর বাজার হতে ছিনতাই হওয়া ট্রাক এবং ৮টি মহিষ উদ্ধার করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই হওয়া ৮ টি মহিষ ও ট্রাক থানায় নিয়ে আসা হয়।
এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা নং-০১ তারিখ- ০২/০৬/২০২৪খ্রিঃ ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধন/২০১৯) আইন, তৎসহ ১৭০/১৭১ দন্ডবিধি ১৮৬০ রুজু করা হয়েছে। আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।