সিলেটে ডিবির অভিযানে ভারতীয় চিনি ও সিএনজি অটোরিক্সা সহ ১জন চোরাকারবারী গ্রেফতার

- আপডেট সময় : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
সিলেটে ডিবির অভিযানে ভারতীয় চিনি ও সিএনজি অটোরিক্সা সহ ১জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে প্রকাশ, ডিবি উপ-পুলিশ কমিশনার এর সার্বিক নির্দেশনায় গতকাল ৮ জুলাই রাত পোনে একটা’র দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ টহল টিম ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনার সময় এয়ারপোট থানাধীন লাক্কাতুরা বাজারস্থ পাকা রাস্তায় অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের শিলের ভাংগার মোঃ নাছির মিয়া (২৬) কে সিএনজি অটোরিক্সা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার হেফাজত থেকে দশ বস্তা ভারতীয় চিনি (যার মূল্য অনুমান ষাট হাজার টাকা) জব্দ করা হয়। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত আটককৃত সিএনজি অটোরিক্সাটি রেজিষ্ট্রেশন নম্বর বিহীন।
এসএমপির মিডিয়া সেল ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১০, তাং-০৮/০৭/ ২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D মামলা রুজু করা হয়েছে। আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।