শিরোনাম ::
সিলেটে আর্মড পুলিশের নিয়মিত অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
তারেক আহমদ খান
- আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
সিলেটে ৭ এপিবিএন’র নিয়মিত অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তোফায়েলকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে গতকাল ১ মে বিকাল সাড়ে ৫ টায় সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানার জিআর নং-১৮৩/৯৬, ধারা দঃ বিঃ আইনের ৩০৪ (খ) মোতাবেক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ তোফায়েল, পিতা-মোঃ আব্দুস ছাত্তার, সাং-দূর্গাপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের জন্য
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।