সিলেটে আর্মড পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের বিশেষ অভিযানে আবু মোশতাক (৫৫) নামে ১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, ব্যাটালিয়ানের সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এবং পুলিশ পরিদর্শক (নিঃ) অজিৎ কুমার মিত্র এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (সঃ) ক্লার্ক মোঃ পাবেল সহ অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন ভোর ৪ ঘটিকার সময় সিলেটের এয়ারপোর্ট থানার লিচু বাগান এলাকা হতে অভিযান চালিয়ে কোতয়ালী থানার জিআর নং-৩৭৪/২০১৭, স্মারক নং-৪৬, তারিখ-২৯/০৫/২০২৩ খ্রিঃ মোতাবেক দন্ডবিধির ৪৬৫ ধারায় এক বছর সশ্রম কারাদন্ড, দন্ডবিধির ৪৬৭ ধারায় এক বছর সশ্রম কারাদন্ড, দন্ডবিধির ৪৬৮ ধারায় এক বছর সশ্রম কারাদন্ড এবং দন্ডবিধির ৪৭১ ধারায় এক বছর সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আবু মোশতাক (৫৫) নামে একজন আসামীকে করা হয়।
গ্রেফতারকৃত আবু মোশতাক (৫৫) এর পিতা- এম এ রউফ, সাং- প্রভাতী/১৩, পীর মহল্লা (পিয়ারা মহল, লিচু বাগান), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। তিনি গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে হেরে যান এবং তিনি বৃটিশ বাংলাদেশের যৌথ নাগরিক।
আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের জন্য
এসএমপি সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।