মিয়া খলিফার ভাইরাল ভিডিওতে ইহুদি নারীর স্পষ্ট জবাব, `আম ইসরায়েল চাই।’
- আপডেট সময় : ০৪:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
মিয়া খলিফার নতুন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ইহুদি নারীর সঙ্গে ঝগড়া করছেন তিনি।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক্স-এ ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে মিয়া দাবি করেন, একজন অপরিচিত নারী তাকে অনুসরণ করছিলেন।
তিনি বলেন, ‘জায়নবাদীরা পিছিয়ে পড়ছে। এই নারী লবি থেকে আমার পিছু নেয় এবং বাজে মন্তব্য করতে থাকে। তিনি নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আর পুরোটা সময় আমাকে নিয়ে কথা বলছিলেন। তিনি হয়তো গয়না বানিয়ে থাকেন।’
ভিডিওতে দেখা যায়, মিয়া ওই নারীর ছেলেকে জিজ্ঞাসা করছে, ‘তুমি কি তোমার মাকে নিয়ে গর্বিত?’
জবাবে ওই নারী বলেন ‘আম ইসরায়েল চাই।’ বিশ্বজুড়ে ইহুদিদের সঙ্গে একাত্মতা ঘোষণায় এই বাক্য ব্যবহার হয়। ভিডিওতে বেশ কয়েকবার এই বাক্য বলতে শোনা যায় ওই নারীকে। ’
এর আগেও অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরায়েলের বর্বরতা নিয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন মিয়া খলিফা। মঙ্গলবারের ভিডিওতে অনেক মন্তব্য এসেছে। তাদের অনেকেই মিয়া খলিফার পক্ষ নিয়েছেন। কেউ কেউ অবশ্য তার এমন আচরণের সমালোচনাও করেছেন।