শিরোনাম ::
বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরীর মৃত্যুতে ইমদাদ চৌধুরীর শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন।
আজ (বুধবার) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। নামাজে জানাজা আজ এশার নামাজের পর মজুমদারী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী শোক প্রকাশ করেছেন।
তিনি জানান, আমরা এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তার পরিবারকে তার মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ্য দান করুন আমীন।