নেত্রকোণায় টাকার জন্য স্ত্রীকে শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করলো স্বামী সাইদুল
- আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
নেত্রকোণায় টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী রুবিনা আক্তারকে (৩০) শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্থানীয়রা স্বামী সাইদুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা আক্তার উপজেলার খাটপুড়া গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। সাইদুল ইসলাম পাশের গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
জানা গেছে, সাইদুল ইসলাম ও রুবিনা দম্পতি নিঃসন্তান। বিয়ের পর থেকেই সাইদুল তার শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রীর কাছে টাকা পয়সা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘরেই কুড়াল দিয়ে স্ত্রীকে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে।
নেত্রকোণা মডেল থানার ওসি মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে ৩০২ ধারায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন।