বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় প্রেসক্লাব সিলেট’র নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০২:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় প্রেসক্লাব সিলেট’র নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় প্রেসক্লাব সিলেটের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক বাংলা ৭১ এর ব্যুরো চীফ আব্দুল লতিফ নতুন-কে সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের আকাশ এর ব্যুরো চীফ খালেদ আহমদ উসমানী-কে সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর এর সিলেট জেলা প্রতিনিধি নুরুল আমিন খান কে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবুল কাহার (দৈনিক গন মুক্তি), যুগ্ন সম্পাদক ফখর উদ্দিন (দৈনিক জাগ্রত সিলেট), দপ্তর সম্পাদক আব্দুর রহমান হিরা (দৈনিক হলি টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদুর ইসলাম (দৈনিক ভোরের সময়), তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক রানা সিংহ (দৈনিক বাংলা ৭১), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহতাব আহমদ রিয়াদ (সাপ্তাহিক সিলেটের পত্রিকা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সদস্য বাবুল খান মুন্না (দৈনিক অগ্নি শিখা), খাজা শামিম আহমদ (ভোরের আকাশ), ফাহিম আহমদ (দৈনিক আজকের খবর)।
কমিটি ঘোষনার পর বিভাগীয় প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু করেন।