চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার অপারেটর হত্যা মামলার আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
সিলেটের চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর হত্যা মামলার এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, এর প্রত্যক্ষ নির্দেশনায় এয়ারপোর্ট থানা পুলিশ দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর হত্যা মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে ফয়সল আহমদ (৩২), পিতা-মৃত আঃ মুকিত, সাং-শাহী ঈদগাহ, বাসা নং-৪৮, হাজারীবাগ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গত ২৭ এপ্রিল গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ও সাক্ষ্যপ্রমাণে প্রকাশ পায় যে, ধৃত আসামী ফয়সল আহমদ তার সঙ্গীয় অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামীসহ ভিকটিম অমিত দাস শিবুকে ঘটনার সময় গত ২৫ এপ্রিল অনুমান ৯ টা থেকে ১০.৩০ এর মধ্যে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারে এবং আসামীদের একজন ভিকটিমের ব্যবহৃত হেলমেট দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরী আঘাত করে। মারপিটের এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আসামীগন ভিকটিমের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। ধৃত আসামী একজন দুধর্ষ সন্ত্রাসী, তাহার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ অনেক অভিযোগে কোতোয়ালি থানায় ৪টি এবং এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের চলছে। আদালত ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।