গ্রেটার সিলেট মিলিনিয়াম ব্যাচ’ এমপি এল প্রিমিয়ার লীগ সিজন ৩ এর উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
গ্রেটার সিলেট মিলিনিয়াম ব্যাচ’র উদ্যোগে এমপি এল প্রিমিয়ার লীগ ২০২৪ সিজন ৩ এর খেলার উদ্বোধন। গতকাল শুক্রবার সকালে এমসি কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো: রিয়াজ ও বাংলাদেশ টিমের সাবেক প্লেয়ার অলক কাপালি।
উদ্বোধনী অনুষ্ঠানে শামীম সরকার এর পরিচালনায় প্রধান অতিথি অধ্যক্ষ মো: রিয়াজ বলেন, নিজেকে ক্রিকেট খেলার মাধ্যমে শারীরক ভাবে আমরা সুস্থ থাকতে পারি এবং নিজে যেমন আনন্দি হই, তেমনি আওর শত মানুষকে আনন্দ দিতে পারি। সৃষ্টি কর্থা আমাদের সৃষ্টি করেছেন সুন্দর পৃথীবিকে উপভোগ করার জন্য যাতে পৃথিবী আমাদের আগের চাইতে ভালো থাকে। আপনাদের এই আনন্দ শারিরীক ও মানসিক সেটা আপনার উপভোগ করুন। মুরালিচাঁদ কলেজ মাঠ আপনাদেরই মাঠ, এই মাঠের রক্ষাণাবেক্ষ করা আপনাদের দায়িত্ব। এরকম খেলার আয়োজন করায় তিনি এমসি কলেজের সাবেক শিক্ষাথর্ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথি।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৫ টি টিম, মিলিনিয়াম ফাইটার্স, মিলিনিয়াম গ্লাডিয়টর, মিলিনিয়াম স্লোজার্স, মিলিনিয়াম টান্ডার, মিলিনিয়াম ওয়ারির।
গ্রেটার সিলেট মিলিনিয়াম ব্যাচ এর আয়োজনে গত দুই বছর যাবৎ এমপি এল প্রিমিয়ার লীগ খেলা চলছে। শুক্রবার সিজন ৩ আসরের খেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ম্যালিক, ম্যানেজার, ক্যাপ্টেইন, আইকন প্লেয়ার্সসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।