শিরোনাম ::
সিলেটে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক খুন
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নিহত ডালিম (৩৫) ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-ককমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত তিনি বলেন, “রাত সাড়ে ১১টার দিকে কয়েক যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”













