শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত “বুলেট মামুন” ও তার সহযোগী ০২ (দুই) জন গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
অদ্য ১০/১০/২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ, শাহপরান (রঃ) থানা এর নেতৃত্বে শাহপরান (রহঃ) থানা পুলিশ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শাহপরান (রহঃ) থানাধীন বালুরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার ও কুখ্যাত সন্ত্রাসী মামুন আহমেদ প্রকাশ বুলেট মামুন (২০), পিতা- হারুনুর রশিদ, স্থায়ী ঠিকানা- কামদা গাঁও, থানা- দোয়ারা বাজার, জেলা- সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), জেলা- সিলেট‘কে গ্রেফতার করেন।
এ সময় তার দুই সহযোগী কিশোর গ্যাং সদস্য:১) সৈয়দ আবির হোসেন (১৮), পিতা- আজমল আলী, সাং- বালুচর, সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), সিলেট, ২) রায়হান আহমেদ (১৮), পিতা- খালেদ আহমদ, সাং- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), সিলেটদ্বয়কেও গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বুলেট মামুন শাহপরান (রহঃ) থানার তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় বুলেট মামুন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, বিস্ফোরক উপদানাবলী আইনে মামলাসহ মোট ১১টা মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।










