ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন যুব মহিলালীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু ! মানববন্ধন কর্মসূচি স্থগিত: আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস সিলেটের কিশোর গ্যাং লিডার বুলেট মামুন সহ ৩ জন গ্রেফতার চামেলীবাগ প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত সড়ক উপদেষ্টার সঙ্গে সিলেটের ৩ কেন্দ্রীয় জামায়াত নেতার বৈঠক শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত “বুলেট মামুন” ও তার সহযোগী ০২ (দুই) জন গ্রেফতার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর উদ্যোগে প্রবারণা পূর্ণিমা উদযাপন সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান: এনসিপির ২৭ দফা প্রস্তাবনা মজলুমের জবানবন্দি: গাজী আব্দুল কাদির মুকুল

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত “বুলেট মামুন” ও তার সহযোগী ০২ (দুই) জন গ্রেফতার

নাহিদ আহমদ
  • আপডেট সময় : ১১:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

অদ্য ১০/১০/২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ, শাহপরান (রঃ) থানা এর নেতৃত্বে শাহপরান (রহঃ) থানা পুলিশ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শাহপরান (রহঃ) থানাধীন বালুরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার ও কুখ্যাত সন্ত্রাসী মামুন আহমেদ প্রকাশ বুলেট মামুন (২০), পিতা- হারুনুর রশিদ, স্থায়ী ঠিকানা- কামদা গাঁও, থানা- দোয়ারা বাজার, জেলা- সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), জেলা- সিলেট‘কে গ্রেফতার করেন।

এ সময় তার দুই সহযোগী কিশোর গ্যাং সদস্য:১) সৈয়দ আবির হোসেন (১৮), পিতা- আজমল আলী, সাং- বালুচর, সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), সিলেট, ২) রায়হান আহমেদ (১৮), পিতা- খালেদ আহমদ, সাং- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), সিলেটদ্বয়কেও গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত বুলেট মামুন শাহপরান (রহঃ) থানার তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় বুলেট মামুন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, বিস্ফোরক উপদানাবলী আইনে মামলাসহ মোট ১১টা মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত “বুলেট মামুন” ও তার সহযোগী ০২ (দুই) জন গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

অদ্য ১০/১০/২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ, শাহপরান (রঃ) থানা এর নেতৃত্বে শাহপরান (রহঃ) থানা পুলিশ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শাহপরান (রহঃ) থানাধীন বালুরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার ও কুখ্যাত সন্ত্রাসী মামুন আহমেদ প্রকাশ বুলেট মামুন (২০), পিতা- হারুনুর রশিদ, স্থায়ী ঠিকানা- কামদা গাঁও, থানা- দোয়ারা বাজার, জেলা- সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), জেলা- সিলেট‘কে গ্রেফতার করেন।

এ সময় তার দুই সহযোগী কিশোর গ্যাং সদস্য:১) সৈয়দ আবির হোসেন (১৮), পিতা- আজমল আলী, সাং- বালুচর, সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), সিলেট, ২) রায়হান আহমেদ (১৮), পিতা- খালেদ আহমদ, সাং- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরান (রঃ), সিলেটদ্বয়কেও গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত বুলেট মামুন শাহপরান (রহঃ) থানার তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় বুলেট মামুন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, বিস্ফোরক উপদানাবলী আইনে মামলাসহ মোট ১১টা মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।