৭ এপিবিএন, সিলেট এর অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
৭ এপিবিএন, সিলেট এর অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গতকাল আম্ভরখানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের একটি টিম নগরীর আম্ভরখানা এলাকা থেকে ব্যাটালিয়ানের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, জনাব খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম ও সহকারী পুলিশ মোঃ আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল মামুনের নেতৃত্বে এসএমপি আওতাধীন বিমানবন্দর থানার আম্ভরখানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী আলতাব মিয়া @ আলতাবুর রহমানকে গ্রেফতার করা হয়।
সূত্রে আরও জানা যায়, আসামী আলতাব মিয়া @ আলতাবুর রহমান, পিতা- মৃত মুখলেছুর রহমান, সাং- ছিক্কা, থানা- জগন্নাথপুর , জেলা- সুনামগঞ্জ; কোতোয়ালি থানার দায়রা নং – ৭১২/২১ এবং সিআর নং- ৩১১/২০ মূলে ৬ মাসের সাজা ও ৫,০০,০০০/- টাকা জরিমানায় সাজাপ্রাপ্ত ছিল। টিম তাকে সুনামগঞ্জ জেলার আওতাধীন জগন্নাথপুর থানায় হস্তান্তর করে।
তথ্যসূত্র:৭ এপিবিএন, সিলেট মিডিয়া সেল