৭ এপিবিএন সিলেট’র শ্রেষ্ট অফিসার হলেন মিডিয়া সেলের এএসআই পাবেল
- আপডেট সময় : ০৫:২০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
৭নং আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের জানুয়ারী/২৪’এর মাসিক কল্যান সভায় ৭ এপিবিএন সিলেটের মিডিয়া সেলে সঠিকভাবে দায়িত্ব পালন, সাংবাদিকদের সাথে সমন্বয়, নিউজ করাসহ অফিসিয়াল ফেইসবুক পেইজ দক্ষতার সহিত পরিচালনার জন্য মিডিয়া উইংয়ের এএসআই (সঃ) মোঃ পাবেলকে শ্রেষ্ট অফিসার হিসাবে পুরস্কৃত করেন ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম।
গত ২৫ জানুয়ারি সকাল ১০.৩০ মিনিটে ৭/এবিপিএন সদর দপ্তর লালাবাজার সিলেট হলরুমে রিজার্ভ অফিসার এসআই টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন’র অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম, এএসপি মোঃ আসাবুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ রুহুল আমিন খান রিজভী।
অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি থেকে অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা হারুন, এএসপি দেলোয়ার হোসেন এবং এএসপি আবুল হাসান মোঃ যাঈদ।
সদর দপ্তর সিলেট, খাগড়াছড়ি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প থেকে পুলিশ পরিদর্শকগনসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন উপস্থিত ও অনলাইনে সংযুক্ত ছিলেন।
মাসিক অপরাধ ও কল্যান সভায় ফোর্সের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহন করে কিছু বিষয় তাৎক্ষণিক সমাধান এবং কিছু বিষয় সমাধান করার জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেন অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
তিনি দেশ ও জাতীর কল্যানে সঠিক ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারনাসহ সাইবার ক্রাইম প্রতিরোধে আরো জোরালোভাবে কাজ করতে সবাইকে নির্দেশ দেন।
এছাড়া ডিসেম্বর/২৩ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্টত্বের জন্য এএসপি আসাবুর রহমান, মেডিক্যাল অফিসার ডাঃ রুহুল আমিন খান রিজভী, পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ হেলাল মিয়া, পানিবাহক মোঃ শাহজাহানকেও পুরস্কৃত করেন অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম।