৭ এপিবিএন অভিযানে সিলেটে ১টি চোরাই মোটরসাইকেলসহ ১ জন আটক
- আপডেট সময় : ০৪:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্হ সুন্দরবন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে মোটরসাইকেল চোরাই চক্রের ১ জন সদস্যকে আটক করা হয়। জিগ্যাসাবাদে তার কাছ থেকে ১ টি কালো-লাল রংয়ের পালসার ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নিঃ) এস এম আল মামুনের নেতৃত্বে গতকাল ২১ জানুয়ারি’২৪ খ্রিঃ তারিখে আনুমানিক বিকাল ৪:৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্হ সুন্দরবন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরাই চক্রের ১ জনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ টি কালো-লাল রংয়ের পালসার ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কয়েছ আহম্মদ (৩১), এর পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- টেংরা বাগমারা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট।
এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।