হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র বরাবর রিয়েল অ্যাস্টেট গ্রুপের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল অ্যাস্টেট গ্রুপ (সারেগ) নেতৃবৃন্দ।
গতকাল নগরভবনে গিয়ে সারেগ নেতৃবৃন্দ সিটি মেয়রের অনুপস্হিতিতে এই স্মারকলিপি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) সিলেটের আবাসান ব্যবসায়ীদের একমাত্র সংগঠন। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অতি সম্প্রতি সিলেটের বাসা বাড়ীতে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দ খুবই হতাশ এবং সংক্ষুব্ধ। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হোল্ডিং ট্যাক্স দেখে জনসাধারণের মাঝে একটি অনিশ্চয়তা বিরাজ করছে।
স্মারকলিপিতে রিয়েল অ্যাস্টেট গ্রুপ উল্লেখ করে, মাননীয় মেয়র, আপনি সিলেটের অভিবাবক। আপনি মেয়র হিসাবে দ্বায়িত্বভার গ্রহন করার পর থেকে এ পর্যন্ত আপনার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। কিন্তু সম্প্রতি বাসা বাড়ীতে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ নিয়ে সর্বমহলে সমালোচনা বিরাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় বিভিন্ন মহল থেকে বিরুপ প্রতিক্রীয়া দেখানো হচ্ছে। আমরাও এ বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই অযৌক্তিক ও অকল্পনীয় হোল্ডিং ট্যাক্স বাতিল করে বিগত বছরের হোল্ডিং ট্যাক্সের সহিত সমন্বয় করে যুক্তিযুক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিক এবং সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ(সারেগ)-এর দাবী।
অতএব, মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ অযৌক্তিক, অযাচিত এবং অকল্পনীয় হোল্ডিং ট্যাক্স বাতিল করে বাস্তবসম্মত এবং বিগত বছরের হোল্ডিং ট্যাক্স এর সহিত সমন্বয় করে হোল্ডিং ট্যাক্স পুন:নির্ধারণ করা হউক। অন্যথায় আমরা রিয়েল এস্টেট গ্রুপের পক্ষ থেকে নগরবাসীকে নিয়ে যে কোন আন্দোলন করতে বাধ্য হইবো।
স্মারকলিপি প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত না থাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী গ্রহণ করেন এবং যুক্তিসঙ্গত দাবীগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর সভাপতি মাওলানা খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মাহী উদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম হাসান, কার্যকরি কমিটির সদস্য খলিলুর রহমান মাসুম, মাওলানা খলিলুর রহমান, শাহ্ আশিকুর রহমান, নিহাল আহমদ, সারেগ’র সদস্য শহীদ আহমদ চৌধুরী সাজু, বিল্পবী মুজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্রিমল্যান্ড প্রপাটি ডেভোলপার পরিচালক শাহাজান কবির ডালিম প্রমুখ।