ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদকের মানি লন্ডারিংয়ের মামলা থেকে বিএনপির ছয় শীর্ষ নেতাসহ নয়জনকে অব্যাহতি মরহুম এম সাইফুর রহমান দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন: শামসুজ্জামান দুদু দেশের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ ছিলেন এম সাইফুর রহমান: ইমদাদ চৌধুরী পটপরিবর্তনের পর থেকে বায়তুল মোকাররমের খতিবের বর্তমান অবস্থান গোপালগঞ্জে ! অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের খবর গুজব, শিগগির আঁধার কেটে যাবে :বাহাউদ্দিন নাছিম দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান ! স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় বার ও ব্যাঞ্চের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে -সিনিয়র জেলা ও দায়রা জজ নবগঠিত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে আরিফুল হক চৌধুরীর অভিনন্দন নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ বেতার সিলেটের আয়েজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।

সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশ বেতারের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারকে একটি ত্রি মাত্রিক মিডিয়ায় রুপান্তরের মাধ্যমে আরো গণমূখি গণমাধ্যমে রুপান্তরের উপরে সেমিনারে অভ্যাগতদের সুচিন্তিত মতামত প্রদান করা হয়।

মূল প্রবন্ধে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশের রুপ রেখার চারটি স্তম্ভের উপরে সুনির্দিষ্ট আলোচনা করা হয়। এতে বলা হয় স্মার্ট বাংলাদেশের দুটি স্তম্ভ স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে সরাসরি ভুমিকা পালন করতে পারে। প্রান্তিক জনগনের কন্ঠস্বর হিসেবে বাংলাদেশ বেতার স্মার্ট বাংলাদেশের বিষয়টি জনগনকে অবহিত করণসহ এক্ষেত্রে জন সম্পৃক্ততা তৈরি করতে পারে। বাংলাদেশের কৃষিউন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রনের ক্ষেত্রে বেতারের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে উল্লেখ করে স্মার্ট বাংলাদেশ গঠনেও বেতারকে ভুমিকা পালন করার সুপারিশ করা হয়। তবে স্মার্ট বাংলাদেশ গঠনে বেতারকে ভুমিকা পালনের ক্ষেত্রে গবেষণা এবং অনুষ্ঠান পুণর্ বিন্যাসের উপরে জোর দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, সরকারের ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে আমরা অনেক পথ এগিয়েছি। প্রত্যন্ত গ্রামের মানুষও এখন স্মার্ট ফোন ব্যবহার করছে, ইন্টারনেট সেবা পাচ্ছে। বাংলাদেশ বেতার এই সুযোগটি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বেতার অনুষ্ঠানকে আরো প্রযুক্তি নির্ভর হতে হবে যাতে সাধারন মানুষ স্মার্ট ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে বেতার অনুষ্ঠান শুনতে পারে।

সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বেতার অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, বাংলাদেশ বেতার বর্তমানে মোবাইল এ্যাপস, ফেইসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলেও প্রচার করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ বেতার তার প্রযুক্তি নির্ভরতা আরো বৃদ্ধি করবে।

সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, লিয়াকত শাহ ফরিদী, আবু তালেব মুরাদ, চয়ন চৌধুরী, সুমন কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ বেতার, সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, নাট্য নির্দেশক অরিন্দম দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শামীম আহমেদ, বেতারের অনুষ্ঠান ঘোষক রোহেনা সুলতানা, জান্নাতুল নাজনীন আশা ও নন্দিতা দত্ত, বাংলাদেশ বেতারের কর্মকর্তারাসহ সুধীজনরা ।

বাংলাদেশ বেতার সিলেট এর সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস অনুষ্ঠানের বিষয়টি প্রেস মিডিয়াকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

বাংলাদেশ বেতার সিলেটের আয়েজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।

সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশ বেতারের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারকে একটি ত্রি মাত্রিক মিডিয়ায় রুপান্তরের মাধ্যমে আরো গণমূখি গণমাধ্যমে রুপান্তরের উপরে সেমিনারে অভ্যাগতদের সুচিন্তিত মতামত প্রদান করা হয়।

মূল প্রবন্ধে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশের রুপ রেখার চারটি স্তম্ভের উপরে সুনির্দিষ্ট আলোচনা করা হয়। এতে বলা হয় স্মার্ট বাংলাদেশের দুটি স্তম্ভ স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে সরাসরি ভুমিকা পালন করতে পারে। প্রান্তিক জনগনের কন্ঠস্বর হিসেবে বাংলাদেশ বেতার স্মার্ট বাংলাদেশের বিষয়টি জনগনকে অবহিত করণসহ এক্ষেত্রে জন সম্পৃক্ততা তৈরি করতে পারে। বাংলাদেশের কৃষিউন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রনের ক্ষেত্রে বেতারের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে উল্লেখ করে স্মার্ট বাংলাদেশ গঠনেও বেতারকে ভুমিকা পালন করার সুপারিশ করা হয়। তবে স্মার্ট বাংলাদেশ গঠনে বেতারকে ভুমিকা পালনের ক্ষেত্রে গবেষণা এবং অনুষ্ঠান পুণর্ বিন্যাসের উপরে জোর দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, সরকারের ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে আমরা অনেক পথ এগিয়েছি। প্রত্যন্ত গ্রামের মানুষও এখন স্মার্ট ফোন ব্যবহার করছে, ইন্টারনেট সেবা পাচ্ছে। বাংলাদেশ বেতার এই সুযোগটি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বেতার অনুষ্ঠানকে আরো প্রযুক্তি নির্ভর হতে হবে যাতে সাধারন মানুষ স্মার্ট ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে বেতার অনুষ্ঠান শুনতে পারে।

সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বেতার অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, বাংলাদেশ বেতার বর্তমানে মোবাইল এ্যাপস, ফেইসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলেও প্রচার করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ বেতার তার প্রযুক্তি নির্ভরতা আরো বৃদ্ধি করবে।

সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, লিয়াকত শাহ ফরিদী, আবু তালেব মুরাদ, চয়ন চৌধুরী, সুমন কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ বেতার, সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, নাট্য নির্দেশক অরিন্দম দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শামীম আহমেদ, বেতারের অনুষ্ঠান ঘোষক রোহেনা সুলতানা, জান্নাতুল নাজনীন আশা ও নন্দিতা দত্ত, বাংলাদেশ বেতারের কর্মকর্তারাসহ সুধীজনরা ।

বাংলাদেশ বেতার সিলেট এর সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস অনুষ্ঠানের বিষয়টি প্রেস মিডিয়াকে নিশ্চিত করেছেন।