সুরেজা বেগম ফাউন্ডেশন আয়োজিত ২য় প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা’র সনদ বিতরণ ও বৃত্তি প্রদান
- আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৪০৩ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে খরছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রাথমিক শিক্ষা বৃত্তি ২০২৩ এর সনদ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।
আজ ২০ জানুয়ারি শনিবার সুরেজা বেগম ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষক সম্পাদক, ডা. শাকিল আহমদ শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক রাজিক আহমদ।
উল্লেখ্য, সুরেজা বেগম ফাউন্ডেশন কতৃক আয়োজিত প্রাইমারী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ নভেম্বর ২০২৩ ইং। এতে ৪২টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণে করে, প্রায় ১৮০ জন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার পরিক্ষায় অংশগ্রহণ করে। উক্ত বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ হয় ৬৯ জন। তাদের মধ্যে ১৫ জন টেলেল্ডপুল বৃত্তি লাভ করেন। এতে ১ম স্থান অর্জন করেন অগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজ সিলেট এর ছাত্রী আদিবা রহমান সাওদা। ২য় স্থান অর্জন করেন খসরুপুর সরকারি প্রথমিক বিদ্যালয় এর ছাত্রী মাহিশা আলী। ৩য় স্থান অর্জন করেন রোজ ইয়ার্ড প্রি ক্যাডেট কেজি স্কুল এর ছাত্রী সুমাইয়া জান্নাত আমরিন।
এই প্রাইমারী বৃত্তি পরিক্ষাটি ৩ টি উপজেলা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এগুলো হলো ওসমানীনগর, বালাগঞ্জ ও মৌলভীবাজার।
প্রতি বছর সুরেজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সুরেজা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গনি শিক্ষার মান বাড়াতে প্রতিযোগিতা মুলক বৃত্তি পরিক্ষা আয়োজন করে থাকেন।