সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট’র অভিনন্দন
- আপডেট সময় : ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও মহাসচিব আব্দুর রহমান রিপন সহ বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তায় নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সিলেট প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল কবির ইকু। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ আহমদ ও বাপ্পা ঘোষ চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম,সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ ও ৩ নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল ইসলাম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহ।