সিলেট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেলকে গ্রেফতারে মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ১০:৩৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে রুবেলসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
সোমবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ফ্যাসিস্ট ডামি সরকার গণতন্ত্রকে হত্যা করে ক্ষান্ত হয়নি। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে শঙ্কিত বাকশারী সরকার বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতার নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে চলবেই। অবিলম্বে ছাত্রদল নেতা রুবেল ইসলামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।