সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে নিসচা’র সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথকে দুর্ঘটনামুক্ত রাখতে ও স্বস্থির ঈদ যাত্রার লক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে ও এসএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় ক্যাম্পেইন পূর্বক এক পথসভা অনুষ্ঠিত হয়। নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু সভাপতিত্বে ও সদস্য আব্দুল হাছিব এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরই ঈদের সময় মহাসড়কগুলোতে দুর্ঘটনার হার অনেকাংশে বেড়ে যায় ও অনেক হতাহতের ঘটনা ঘটে। ঈদ উল ফিতরের পূর্ব মূহুর্তে নিসচা’র এই সচেতনতামূলক কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে।
এ সময় তিনি ঈদ যাত্রায় চালকদের প্রতি বেপরোয়াভাবে গাড়ি না চালানো, বিপদজনক ওভারটেকিং, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো ও অতিরিক্ত মালামাল বহন না করার আহ্বান জানান।
এছাড়া মোটর সাইকেল আরোহী ও চালকদের হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার ও আহবান জানান।
এ সময় প্রধান অতিথি ও নিসচা সিলেট জেলা শাখা নেতৃবৃন্দকে নিয়ে দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারগুলোতে যান এবং কাউন্টারে দায়িত্বরত ম্যানেজার, গাড়ির চালক ও যাত্রীদের সাথে সচেতনতা নিয়ে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমপির টি আই এডমিন ইফতেখার হোসেন, টি আই মশিউর রহমান, টি এস আই শাহিন কবির, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালিক পুকন, সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী, সদস্য আবু জাবের, সোহেল চৌধুরী আব্দুস সোবহান আজাদ, মাজিদুর রহমান, আমীর হোসেন, নাসির উদ্দিন, শামসুদ্দিন আহমদ,ইমরান আহমদ, মোস্তফা হোসেন সম্রাট প্রমুখ।