সিলেট ওসমানীনগরে মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশনের উদ্ধোধন
- আপডেট সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সিলেট ওসমানীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন এর শুভ উদ্ধোধন করা হয়।
অদ্য ১৮ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ রবিবার সকাল ১০:০০ টায় ওসমানীনগরে নির্মিত মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন এর শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, পরিচালক শ্রী দেবাংশু দাস, ফাহিম আহমেদ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্হিত ছিলেন মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমেদ ও সায়েম আহমদ, সিলেট চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, প্রাক্তন পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সিলেটের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।