সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
৭ এপিবিএন’র মিডিয়া সেলের সূত্রে জানা যায়, সিলেটে ব্যাটালিয়ানের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ মফিজুল ইসলাম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে সিলেট কোতয়ালী থানার অন্তর্গত রিকাবীবাজারে গতকাল ১৮ এপ্রিল দিবাগত রাত ১০.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মহানগর দায়রা নং-৬৯৭/২১, কোতয়ালী সিআর-১৭০১/১৯, ধারা-১৩৮ N.I. ACT মোতাবেক ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২,১৭,৭১২/- জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সিরাজুল ইসলামকে আটক করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম এর পিতা- নুর মিয়া, সাং-৬৪/এ মুন্সিপাড়া, মধুশহীদ, থানা- কোতয়ালী, এসএমপি, সিলেট।
আরও জানা যায়, আটককৃত আসামীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।