শিরোনাম ::
সিলেটে ৭ম এপিবিএন’র কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে শ্রদ্ধা নিবেদন
তারেক আহমদ খান
- আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
সিলেটে ৭ম এপিবিএন পক্ষ থেকে ভাষা শহীদদের সম্মানে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আজ ২১শে ফেব্রুয়ারি ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্বা নিবেদন করেন ৭ম এপিবিএন অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম, সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম।
এসময় তাদের সাথে ছিলেন ৭ম এপিবিএন অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।
শ্রদ্বা নিবেদন শেষে ৭ম এপিবিএন অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম ফোর্সের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের মায়ের ভাষা বাংলা, ইতিহাসে কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি একমাত্র বাংলা ভাষার জন্য বাংলাভাষী মানুষই জীবন দিয়েছে। মাতৃভাষা বাংলা’র সর্বত্র প্রচলন করতে হবে। আজকের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও পালন করতে হবে।