সিলেটে সপ্তম এপিবিএন’র অভিযানে ১টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক
- আপডেট সময় : ১২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
সিলেটে সপ্তম আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অভিযানে ১টি চোরাই মোটরসাইকেলসহ চোরাই চক্রের ২ জনকে আটক করা হয়েছে।
এপিবিএন মিডিয়া সেল সূত্রে জানা যায়, সপ্তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে পুলিশ পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে গতকাল ৩১ জানুয়ারি’২৪ তারিখে আনুমানিক সাড়ে ৫ টায় সুনামগঞ্জ জগন্নাথপুর- রানীগঞ্জগামী রাস্তার হাবিবনগরের `দি ক্যাফে চায়ের আড্ডা’র সামনের অভিযানে মোটরসাইকেল চোরাই চক্রের ২ জন সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে একটি কালো-নীল রংয়ের পালসার এনএস ১৬০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সৌরভ আহমদ (৩০) এবং মোঃ তোফাজ্জল হোসেন (২০) উভয়ের বাড়ী কসবা, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
এপিবিএন মিডিয়া সেলের পাবেল আহমদ নিশ্চিত করে বলেন, এস আই ওমর ফারুক ঘটনার বিষয়ে বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।