সিলেটে শাহপরাণ (রহঃ) থানার অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ১ জন গ্রেফতার
- আপডেট সময় : ০১:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
সিলেটে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ১ জন গ্রেফতার করা হয়। চোরাচালান রোধে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, গত ২৫ এপ্রিল নগরীর শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মোঃ লোকমান হোসাইন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন সিয়েরা-৬১ ডিউটি চলাকালিন শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর পয়েন্টে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকভর্তি কতিপয় লোক ভারতীয় চিনি নিয়ে সুরমা গেইট বাইপাস দিয়ে সিলেট শহরের দিকে আসছে। এই সংবাদের প্রেক্ষিতে এসআই (নিঃ) মোঃ লোকমান হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৬ এপ্রিল সকাল অনুমান ৬ টার দিকে চেকপোষ্ট করাকালীন শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর পয়েন্টের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকের ড্রাইভার সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে চালিয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ট্রাকটির পিছু ধাওয়া করে শাহপরাণ (রহঃ) থানার মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গাড়ীটি ড্রাইভারসহ আটক করতে সক্ষম হন এবং বর্ণিত ব্যক্তির হেফাজতে থাকা একটি ট্রাক হতে সর্বমোট ৪৪৭ টি বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তায় ভর্তি ভারতীয় চিনি জব্দ করেন। যার প্রতিটি বস্তার ওজন অনুমান ৫০ (পঞ্চাশ) কেজি করে মোট ওজন (৪৪৭X৫০)=২২,৩৫০ কেজি। প্রতি কেজি চিনির মূল্য অনুমান ১২০/-টাকা করে মোট মূল্য-২৬,৮২,০০০/-(ছাব্বিশ লক্ষ বিরাশি হাজার) টাকা। প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে INDIAN SUGAR MANUFACTURING CO, লিখা।
আরও জানা যায়, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম:- ছবুর আলী (৪২), পিতা- মৃত কুতুব আলী, মাতা- মৃত আফতারুন বেগম, সাং- মোহাম্মদপুর (পালোয়ান বাড়ী) পোঃ- বড়লেখা, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার বলে জানায়। অভিযুক্ত ব্যক্তি সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের দিকে নিয়ে যাচ্ছিল।
এ অভিযানে বাদী এসআই (নিঃ) লোকমান হোসাইন বর্ণিত বিষয়ে উক্ত ঘটনায় ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করলে, শাহপরাণ (রহ:) থানার মামলা নং-২৯, তাং-২৬/০৪/ ২০২৪খ্রিঃ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b)/25D রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।