সিলেটে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে মোটরসাইকেল আরোহীদ্বয় নিহত
- আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট রোডে মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহীই নিহত হয়েছেন।
নিহত একজন মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহদি আফনান (৩২) তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা। অন্যজন হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার বাসিন্দা আশফাকুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অপরজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানানো হয়।