শিরোনাম ::
সিলেটে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সঙ্কট, দূর্ভোগে জনসাধারণ
তারেক আহমদ খান
- আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
সিলেট বিভাগের ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। এ কারণে হাজার হাজার সিএনজি অটোরিকশার চালক বিপাকে পড়েছেন। মূলত ফিলিং স্টেশনে এক মাসের জন্য বরাদ্দ পাওয়া গ্যাস নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, মজুদ গ্যাস শেষ হওয়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এর ফলে নগরী সহ বিভিন্ন ফিলিং স্টেশনে যাত্রীবাহী গাড়ি নিয়ে কয়েক ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে এবং দূর্ভোগে স্বীকার হচ্ছেন। নগরীর কয়েকটি স্টেশনে দেখা যায়,কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনের গ্যাস নিতে দীর্ঘ লাইন দেখা যায়। শত শত অটোরিকশার চালক লাইন ধরে দাঁড়িয়ে আছেন।
সরজমিন ফিলিং স্টেশনে যাত্রীবাহী গাড়ি নিয়ে কয়েক ঘন্টা লাইনে দাঁড়াতে থেকেও অনেক সময় পর্যাপ্ত গ্যাস না পেয়ে অনেকে জনদূর্ভোগের স্বীকার হচ্ছেন।