সিলেটে পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

- আপডেট সময় : ১০:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
সিলেটে শাহপরাণ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।
এসএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে এসআই (নিঃ) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ, এসআই (নিঃ) স্নেহাশীষ পৈত্য, এএসআই (নিঃ) আব্দুল মালিক ও এএসআই (নিঃ) আল ইমরান বিন রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে গতকাল ২৪ মার্চ রাত অনুমান ২.৩০ মিনিটে শাহপরাণ থানাধীন শাপলাবাগ এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম রাজবীর (২০) ও রাত অনুমান ৩.৫৫ লাকড়িপাড়া এলাকা হতে মোঃ নাজমুল হক (২৫) দ্বয়কে আটক করে।
সূত্র আরও জানায় তাদের বিরুদ্ধে শাহপরাণ থানার মামলা নং-১৮/৭৩, তারিখ-২৪/০৩/২০২৪খ্রিঃ ধারা-২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী ২০০৯) এর ৪/৫ ধারামূলে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।